​
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মুম্বইয়ের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লখনৌ ও গুজরাট। গুজরাটের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য পূরণ করতে নেমে মহা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলো লখনৌ। এই মুহূর্তে ৯জন ব্যাটারকে হারিয়েছে লোকেশের দল। লখনৌয়ের স্কোর ৮২ রানে ৯উইকেট।