​
দ্বিগবিজয় মাহালীঃ বয়স মাত্র পাঁচ বছর।পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বাসিন্দা খুদে আত্রেয়ী ঘোষ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে কামাল করে দিল।মাত্র পাঁচ বছর বয়সে ২৩ সেকেন্ডে ইংরেজি বর্ণমালা বিপরীতক্রমে অর্থাৎ Z থেকে A পর্যন্ত বলে রেকর্ড গড়লো অত্রেয়ী।আত্রেয়ীর এই প্রতিভাকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।বাবা অনিরুদ্ধ ঘোষ পেশায় পুলিশকর্মী।কর্মসূত্রে পুরুলিয়াতে থাকেন।মা সমাপ্তি ঘোষের কাছেই পড়াশোনার প্রথম পাঠ আত্রেয়ীর।আত্রেয়ীর এই প্রতিভা ছাড়াও ছবি আঁকা ও নাচের প্রতি ঝোঁক রয়েছে বলে জানিয়েছেন তার বাবা।