New Update
/anm-bengali/media/post_banners/fZK4z43JQj9FyE98jkQW.jpg)
নিজস্ব প্রতিনিধি -কথায় রয়েছে কলম তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী, এই কথাটি বাস্তবে পরিণত করেছে হায়দ্রাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাসা। সোমবার, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি রেকর্ড-সেটিং বলপয়েন্ট কলমের এক ভিডিও শেয়ার করেছে, যা ২০১১ সালে শ্রীনিভাসা এবং তার দল তৈরি করেছিল। ইনস্টাগ্রাম রিলে শ্রীনিবাসের সঙ্গে তার দল বিশাল আকারের সেই বলপয়েন্ট কলমকে বহন করতে দেখা যায়।এবং সেই কলমটি শুধুমাত্র দেখানোর বা শো করার জন্য নয়,এটির দ্বারা লেখাও যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us