নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন। দাসপুরের পাঁচবেড়িয়া স্কুল মাঠে শনিবার থেকে দিন রাত টানা দুদিন ধরে দাসপুরের পাঁচবেড়িয়ার সায়েনন্দ্রনাথ বেরা ও বাসুদেবপুরের জয়ন্ত পাখিরা ১১৪টি থার্মকলের উপর বিশ্বের সবচাইতে বড় রবীন্দ্রনাথের পেন্টিং বানিয়েছেন। এমনটাই দাবি দুই শিল্পীর পাশাপাশি আন্তর্জাতিক চিত্র শিল্পী প্রসেনজিৎ মূলার। আজ ৯ই মে সোমবার স্থানীয় পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন অনুষ্ঠান। এই ক্লাবের সহযোগিতায় ও শিল্পী প্রসেনজিৎ মূলার উৎসাহে সায়নেন্দ্র ও জয়ন্ত এই অভিনব শিল্প সৃষ্টি করে, সারা বাংলার পাশাপাশি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস পাঁচবেড়িয়া মাঠে পৌঁছেছেন। সুমনবাবু জানান, 'সত্যিই অভূতপূর্ব সৃষ্টি। ইন্টারনেট ঘেঁটেও যা দেখা যাচ্ছে এর চেয়ে বড় ছবি আর নেই'। খবর পেয়ে মাঠে হাজির দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞাও। প্রশাসনিকভাবে এই সৃষ্টির সংরক্ষণ করা যায় কি না তার চেষ্টাও চলছে। শিল্পী সায়নেন্দ্র জানান, 'হাজার স্কোয়ার ফুটের পেন্টিং বিশ্বের সবচাইতে বড় পেন্টিং। সেই রেকর্ড ভাঙার লক্ষ্যেই তাঁদের এই ১৫০০ স্কোয়ারফুটের রবিন্দ্রনাথের সৃষ্টি।'​