New Update
/anm-bengali/media/post_banners/xyilXLhdNqcNdCqzoG5v.jpg)
দুর্গাপুর, নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরে ২ নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। দুর্গাপুরে কোক ওভেন থানা এলাকার রায়ডাঙ্গার ২ নাবালিকার বিয়ের খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ও চাইল্ড লাইন দফতর যৌথ অভিযান চালায়। পুলিশ ও চাইল্ড লাইলের তরফে জানা গিয়েছে, নাবালিকাদের মধ্যে একজনের বয়স ১৭ ও অপরজনের বয়স ১৬ বছর। ২ জনেরই বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে। সমস্ত বিয়ের ব্যবস্থাও হয়ে গিয়েছে। সোমবার আগাম খবর পেয়ে প্রশাসন গিয়ে বিয়ে রুখে দেয়। এছাড়াও পরিবারের তরফে থেকে লিখিত মুচলেখা নেয় পুলিশ। যাতে ১৮ বছরের আগে তারা তাদের মেয়েদের বিয়ে দিতে না পারে। এছাড়াও পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us