ভুল স্লোগান, বিড়ম্বনায় বিজেপি শিবির

author-image
Harmeet
New Update
ভুল স্লোগান, বিড়ম্বনায় বিজেপি শিবির

দুর্গাপুর, নিজস্ব প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসার ফলে রাজ্যে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে, এমনই অভিযোগকে সামনে রেখে সোমবার সকালে দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মীরা। তখনই বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই এর সামনেই তাল কাটলো বিজেপি কর্মীদের। স্লোগানে উঠলো 'এই বিজেপি সরকার, আর নেই দরকার'। যাকে ঘিরে বিড়ম্বনায় পদ্মশিবির। সমালোচনায় ঘাসফুল শিবির। এই বিষয়ে দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার বিরোধী দলকে আক্রমণ করে বলেন, "যেভাবে নিত্যদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তার ফলেই বিজেপি কর্মীদের মুখেও এই স্লোগান বের হচ্ছে"।