সাংসদের বাড়ির সামনে রাতভর চললো নাচ, গান

author-image
Harmeet
New Update
সাংসদের বাড়ির সামনে রাতভর চললো নাচ, গান

সুদীপ ব্যানার্জী,জলপাইগুড়িঃ আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই সাংদের বাড়ির সামনে রাতভর চললো নাচ,গান।খুশীর উচ্ছ্বাস বিজেপি কর্মীদের।বিজেপি কর্মীদের মধ্যে  একে অপরকে মিষ্টি খাওয়াতেওদেখা গিয়েছে। পিতা থমাস বারলা,  নিজস্ব বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বানারহাট লক্ষীপাড়া চা বাগানে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী অনুত্তীর্ণ। স্থানীয় মহাবীড় হিন্দি হাইস্কুলে পড়াশুনা করেছেন । ২০০৭ অস্থায়ী গাড়ির চালক হিসেবে  লক্ষীপাড়া চা বাগানে কর্মরত ছিলেন। আয়ের উৎস -দৈনিক শ্রমিক। 


সূত্রের খবর, ২০১৯ সাল পর্যন্ত নগদ টাকার পরিমাণ ছিল ১৪ লক্ষ ১৮ হাজার ৭৩০ টাকা। ২০০৭ থেকে গোর্খাল্যান্ড বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন জন । ডুয়ার্সের চা বলয়ে আদিবাসী সমাজের মুখ। এছাড়াও আদিবাসী বিকাশ পরিষদের তরাই-ডুয়ার্স কো-অর্ডিনেশন কমিটির সভাপতি। ২০১৪ সালে বিজেপিতে যোগদান করেন। সাংসদের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে জেলার বিভিন্ন থানায়।  মামলা হয়েছে আলিপুরদুয়ার, মাদারিহাটা, বীড়পাড়া, জয়গাঁওতে। সমস্ত মামলাই আলিপুরদুয়ার এ.সি.জে.এম আদালতে বিচারাধীন।