নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি। খেলা শুরু হওয়ার প্রথম বলেই আউট বিরাট কোহলি। তবে দলের প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলের ইনিংসকে টেনে তোলেন ফাফ ডুপ্লেসি-রজত পাতিদার জুটি। হাফসেঞ্চুরি করেন ডুপ্লেসি। ২০ ওভার শেষে ৩ ইউকেট হারিয়ে ১৯২ রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় হায়দরাবাদ। শেষ পর্যন্ত ১২৫ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। ৬৭ রানে জয় লাভ করে আরসিবি।