New Update
/anm-bengali/media/post_banners/l59X1EmRlPFOzyFa361z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে ওয়াংখেড়ের বুকে মুখোমুখি হয়েছে ব্যাঙ্গালোর ও হায়াদ্রাবাদ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ব্যাঙ্গালোর মাঠে নামলেও প্রথম বলেই আউট হন বিরাট কোহলি। তার বদলে মাঠ সামলাচ্ছেন রজত পাতিদার ও ফ্যাফ ডুপ্লেসিস। এই মুহূর্তে দুজনেই অর্ধশত রানের দোরগোড়ায়। ফ্যাফ ৪৫ রান করেছেন ও রজত করেছেন ৪৪ রান। এই মুহূর্তে ব্যাঙ্গালোরের স্কোর ৯৩ রানে ১উইকেট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us