'বিরাট' ধস

author-image
Harmeet
New Update
'বিরাট' ধস



নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে হায়াদ্রাবাদ ও ব্যাঙ্গালোর। বহুদিন ধরে বিরাটের ব্যাটে কোনও রান নেই। আজ আবারও ওপেন করতে নেমে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। ব্যাঙ্গালোরের স্কোর ১উইকেটে ৫৭ রান।