রাজ্যে অব্যাহত রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ, শুনুন বিজেপি নেতা সন্তোষ সিংয়ের বক্তব্য

author-image
Harmeet
New Update
রাজ্যে অব্যাহত রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ, শুনুন বিজেপি নেতা সন্তোষ সিংয়ের বক্তব্য

জামুরিয়া, নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে নির্বাচনের পরে অব্যাহত রাজনৈতিক হিংসা। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠছে। এরই প্রতিবাদে এবার জামুরিয়া থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। এদিন তৃণমূল কংগ্রেসকে নিশানা করে স্থানীয় বিজেপি নেতা সন্তোষ সিং বলেন, "তৃণমূল কংগ্রেস সরকার গণতন্ত্রকে হত্যা করছে। বিরোধী দল, বিশেষ করে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের অত্যাচার অব্যাহত রয়েছে। এটা কখনও সহ্য করা হবে না"। তিনি জানান, রবিবার তৃণমূল সরকারের গুণ্ডামির বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে।