কাপড় বিক্রি করতে হলেও আটার দাম কমাবঃ শাহবাজ শরিফ

author-image
Harmeet
New Update
কাপড় বিক্রি করতে হলেও আটার দাম কমাবঃ শাহবাজ শরিফ

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে বাড়ছে খাদ্য সংকট। তারমধ্যেই পাকিস্তানে গম উৎপাদনের ক্ষেত্রে সদ্য নয়া তথ্য সামনে এসেছে। যেখানে পাকিস্তানে এই বছর গমের উৎপাদন প্রায় ৩ মিলিয়ন টন কমে যাওয়ার অনুমান করা হয়েছে। এক্ষেত্রে খাদ্য সংকট আরও তীব্রতর হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পাকিস্তানের জনগণের মুখে খাবার তুলে দিতে বদ্ধ পরিকার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 


তিনি জানিয়েছেন, যদি তাকে কাপড় বিক্রি করেও জনসাধারণের জন্য আটার দাম কমাতে হয় তাহলেও তিনি আটার দাম কমাবেন। উল্লেখ্য, সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বিশাম তহসিলে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় শরিফ খাদ্য সংকটের মধ্যে আটার দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।