কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হয়ে কাজ শুরু জন বার্লার, সৌগত বললেন “মূর্খ“!

author-image
New Update
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হয়ে কাজ শুরু জন বার্লার, সৌগত বললেন “মূর্খ“!

নিজস্ব প্রতিনিধি:কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হয়ে আজ কাজ শুরু করলেন উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তিনি বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আতঙ্ক চলছে।  কেন্দ্রের অনেক প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাচ্ছে না

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “জন বার্লা মূর্খ। আমি তো পার্লামেন্টে দেখলাম, একদিনও একটা গোটা ভাষণ হিন্দি-ইংরেজিতে দিতে পারেনি। উনি কী বলেন তার কোনও গুরুত্ব নেই। এঁদের মন্ত্রী করে অন্যান্য মন্ত্রীদের মান নরেন্দ্র মোদি নামিয়ে দিয়েছেন।