New Update
/anm-bengali/media/post_banners/nEP4cmWanx2oxFY2XMaD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছিল লখনৌ ও কলকাতা। ৭৫ উইকেটে কলকাতা লখনৌয়ের কাছে হারে। লখনৌয়ের বোলার আবেশ কিন্তু কলকাতার বিরুদ্ধে খেলার আগে রাসেলের উপর বেশ পড়াশোনা করেই নেমেছিলেন। এমনকি রাসেল সম্পর্কে সাহায্য নিয়েছিলেন কেএল রাহুলের থেকে। তারপর নিজের বলের তোড়ে মাঠছাড়া করেন রাসেলকে। এত বড় একটা সাফল্যের পর আবেশ বলেন, "আমি রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ছয় মারলেও লেংথে বল করার সিদ্ধান্ত নিই আমরা। কারণ রাসেল লেংথ বলে বার বার আউট হয়েছে। আমার বলে গতি আছে এবং সাফল্যও পেয়েছি। রাসেলের উইকেটটাই আমার সবচেয়ে প্রিয়। ওটাই ম্যাচ ঘুরিয়ে দেয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us