/anm-bengali/media/post_banners/b3qDZ1XdYfWeCa3FPxkC.jpg)
জামুড়িয়া: গ্রামে তৈরি করা হবে ম্যারেজ হল, পানীয় জলের ট্যাংকি এবং শ্মশান ঘাটে শব যাত্রীদের বসার জন্য ঘর।
জামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডোবরানা গ্রামে 'ডোবরানা গ্রাম রাধা কৃষ্ণ সেবাশ্রম' মন্দিরের সেড উদ্বোধন করতে এসে জানালেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম।
25 লক্ষের বেশী টাকার বষ ব্যয় করে এই মন্দিরের সামনে একটি শেড তৈরি করেন
এ ডি ডিএ অর্থাৎ আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি পক্ষ থেকে। এই শেডটি উদ্বোধন করার কথা ছিল এডিডিএ এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি। বিশেষ কারণে তিনি আসতে না পারায় উদ্বোধন করেন যে আমাদের বিধায়ক হরে রাম সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুকুমার ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মদক্ষা বকুল মন্ডল, ডোবরানা গ্রাম পঞ্চায়েতের প্রধান বুধন গড়াই সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক হরে রাম সিং জানান এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে সরকারি যেকোনো তহবিল থেকে এলাকায় সামাজিক উন্নয়ন করা হচ্ছে। ডোবরানা গ্রামে
তৈরি করা হবে ম্যারেজ হল, পানীয় জলের ট্যাংকি এবং শশান ঘাটে শব যাত্রীদের বসার জন্য ঘর।
বিশিষ্ট সমাজসেবী শ্রীমন্ত ঠাকুর ,লক্ষীকান্ত ঘোষ জানান এ ডি ডি এ এর চেয়ারম্যান, জামুড়িয়ার বিধায়কের কাছে তারা এলাকার উন্নয়নের দাবি নিয়ে গিয়েছিলেন। তাদের একান্ত প্রচেষ্টায় গ্রামের তথা এলাকার অন্যতম মন্দিরের সেড তৈরি করা সম্ভব হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। এর জন্য তারা চেয়ারম্যান তাপস ব্যানার্জি, হরে রাম সিং কে ধন্যবাদ জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us