New Update
/anm-bengali/media/post_banners/5jofTyvKPSn5Q1ptWriW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রথমের দিকে কয়েকটা ম্যাচ বেশ ভালোই খেলেছে কলকাতা। কিন্তু তারপর থেকেই জয়শূন্যতায় ভুগছে বেগুনী-বাহিনী। পর পর পাঁচটা ম্যাচে হেরেছে শাহরুখের দল। তারপরে অবশ্য একটা ম্যাচে জিতলেও আবারও হারের স্রোতে নিজেকে ভাসিয়ে দেয় ম্যাকালামের দল। কথা ছিল শেষের পাঁচটা ম্যাচ জিততে হবে প্লে অফে যেতে গেলে। কিন্তু তার বদলে ক্রমশ প্লে অফ থেকে দূরে সরে যাচ্ছে কেকেআর। লখনৌয়ের কাছেও গতকাল ৭৫ রানে হারে কলকাতা। প্লেঅফ কলকাতাতে হলেও সেই ম্যাচে কলকাতা বাহিনী থাকবে কি না সেই নিয়ে দেখা দিচ্ছে বড় প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us