জেতার রহস্য জানালেন স্যামস

author-image
Harmeet
New Update
জেতার রহস্য জানালেন স্যামস



নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ম্যাচের জয় হাসিল করে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স। জেতার পর মুম্বইয়ের বোলার স্যামস জানান, "শেষ পর্যন্ত জিতেছি। শেষ ওভারে বল করতে যাওয়ার আগে আমার মনে হয়েছিল যে আমাদের তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। হারানোর কিছু নেই। তাই ঠান্ডা মাথায় বল করছিলাম। অতিরিক্ত কোনও চাপ নিইনি।"