New Update
/anm-bengali/media/post_banners/kke1gxA0sFxcSgBeT4zo.jpg)
নিজস্ব প্রতিনিধি -সামনেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন তার আগেই তোড়জোড় শুরু হয়ে গেছে ত্রিপুরার রাজনৈতিক দলগুলোর।তার মাঝেই বিরোধী দলকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি।আজ ত্রিপুরায় সিপিআইএম, আইপিএফটি এবং তিপ্রামথার দল ছেড়ে প্রায় ৩০০ জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে।আগরতলার কৃষ্ণনগরে প্রদেশ বিজেপি কার্যালয়ে তাদের দলে স্বাগত জানান সাংসদ রেবতী ত্রিপুরা। সেই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যরা।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us