New Update
/anm-bengali/media/post_banners/Hc4oMvPqaYtfLuWATbgy.jpg)
নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ ডেবরার কাঁসাইয়ে হড়পা বান। যার ফলে ভাঙলো নদীর ওপর তৈরী অস্থায়ী রাস্তা। ২ দিন আগেই মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়া হয়েছে। সেই জল শনিবার ডেবরার কাঁসাই নদীতে এসে পড়েছে। যার ফলেই এই হড়পা বান। অস্থায়ী রাস্তা ভেঙে যাওয়ার ফলে ডেবরার উত্তর দিকের সঙ্গে দক্ষিন দিকের অঞ্চলের যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us