নিজস্ব সংবাদদাতাঃ সেই প্রাচীন গ্রিক সভ্যতার সময় থেকেই অ্যাফ্রোডিসিয়াক বা যৌন উদ্দীপক হিসেবে পেপারমিন্ট সাঙ্ঘাতিক জনপ্রিয়। অতি সম্প্রতি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে পেপারমিন্টের এত লোকপ্রিয়তা ও গুণের রহস্য। পেপারমিন্টের প্রধান উপাদান হল এস্টার বা মিথাইল অ্যাসিসেট। এই যৌগ থেকেই তৈরি হয় এর তীব্র গন্ধ এবং সেই গন্ধের সঙ্গে অন্য কিছু সুগন্ধি মিশলে যৌন উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এর ফলে যে কেবল শারীরিক সঙ্গমের ইচ্ছে তীব্র হয় তা নয়, বলা হয়, মহিলাদের একাধিক অরগ্যাজ়মের জন্যও প্রস্তুত করে তোলে এই হার্ব।