এই সিট্রাস সুগন্ধি ছেলেদের মাত করে দেয়!

author-image
Harmeet
New Update
এই সিট্রাস সুগন্ধি ছেলেদের মাত করে দেয়!


নিজস্ব সংবাদদাতাঃ আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে? তা হলে কোনও সিট্রাস সুগন্ধি মেখে বাইরে বেরোন, চোখে পড়ার মতো ফারাক টের পাবেন। ডা. হির্শ কয়েকজন পুরুষকে গোলাপি বাতাবিলেবুর গন্ধমাখা কিছু মহিলার শরীরের সুগন্ধ থেকে তাঁদের বয়স আন্দাজ করতে বলেছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, তাঁরা মহিলাদের বয়স অন্তত ছ’ বছর কম বলে ভেবেছেন! এখানেই শেষ নয়, গবেষণায় যোগ দেওয়া 20 শতাংশ পুরুষই উদ্দীপ্ত হয়ে উঠেছেন কমলালেবুর সুগন্ধে।