নিজস্ব সংবাদদাতাঃ পুরুষের যৌন উত্তেজনায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ল্যাভেন্ডারের। শিকাগোর ‘স্মেল অ্যান্ড টেস্ট ট্রিটমেন্ট রিসার্চ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও নিউরোলজিক্যাল ডিরেক্টর ডা. অ্যালান আর হির্শ-এর সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে কুমড়োর পাই আর ল্যাভেন্ডারের মিলিত সুগন্ধে পুরুষের শিশ্নে রক্ত সংবহনের হার অন্ততপক্ষে 40 শতাংশ বেড়ে যায়।