নিজস্ব সংবাদদাতাঃ ক্লিওপেট্রা নাকি দারচিনির সুগন্ধে আমোদিত একটি পারফিউম মেখেই মার্ক অ্যান্টনির হৃদয় চুরি করেছিলেন। বুঝতেই পারছেন, তার পর থেকেই কেন গোটা দুনিয়া জুড়ে এই বিশেষ মশলার ক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়! গ্রেট ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোশাল ইস্যুজ় রিসার্চ সেন্টার প্রকাশিত ‘দ্য স্মেল রিপোর্ট’-এর দাবি, পুরুষের ইরেকশনে নাকি দারুণ সাহায্য করে দারচিনির গন্ধ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেক্সুয়ালিটি কাউন্সেলার ও নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং তালিকায় দীর্ঘদিন জাঁকিয়ে বসে থাকা ‘52 উইকস অফ অ্যামেজ়িং সেক্স’ বইয়ের লেখক ইয়ান কারনার লিখছেন, ‘কিছু কিছু গন্ধের প্রভাবে মস্তিষ্কে বাড়তি রক্ত সঞ্চালিত হয়, তার প্রভাব পড়ে মানুষের আবেগ, অ্যাটিটুড, এনার্জি ও হরমোন লেভেলে। নারী ও পুরুষ, উভয়ই দারচিনির গন্ধে প্রভাবিত হন।’