নিজস্ব সংবাদদাতাঃ বেশিরভাগ মানুষের কাছেই যৌনকর্মই যৌনতার প্রধান শর্ত। তবে এটি ছাড়াও যৌনতার আরও অনেক উপযোগিতা আছে। মিলনের সময় শরীরের দাবির প্রতি নজর দেওয়া ছাড়াও সঙ্গীর মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখুন। তাকে বুঝতে দিন, আবেগের দিক থেকেও তার পাশে আছেন আপনি। এতে মিলনের আনন্দ বাড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসার বন্ধনও দৃঢ় হয় বলে মন্তব্য করেছেন সেক্স থেরাপিস্ট র্যাচেল নিডেল।