নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন গাইনোকোলজিস্ট টেরি ভেন্ডারলিন্ডে জানান, প্রতি সপ্তাহে দুইদিন দুই ঘণ্টা একত্রে কাটানো দম্পতিদের শারিরীক সম্পর্কের জন্য ভালো। এর ফলে নিজেদের মধ্যে যৌনতা ছাড়াও ভালোবাসার স্পর্শের সুযোগ আসবে। এই সময়টাতে একত্রে বই পড়তে পারেন, কিংবা পছন্দের কোনো সিনেমাও দেখা যেতে পারে। বিশেষ এই সময়ে নিজের মনের গোপন বাসনাকে প্রকাশ করতে পারেন দুজনই।