আওয়াজ বাইরে আসতে দিন!

author-image
Harmeet
New Update
আওয়াজ বাইরে আসতে দিন!


নিজস্ব সংবাদদাতাঃ যৌন সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হল আওয়াজ। কিন্তু বেশিরভাগ মানুষই এই আওয়াজ বাইরে আসতে দিতে চান না। অনেকে ভাবেন এতে তাঁর পার্টনার কী ভাববেন। অনেকের মনে হয় হয়ত বাইরের লোক শুনতে পাচ্ছে। কিন্তু এসব না ভেবে আওয়াজ বাইরে আসতে দিন। এতে যৌন সম্পর্ক অনেক স্বতঃস্ফূর্ত হয়।