আজ প্রথম বনাম শেষের লড়াই

author-image
Harmeet
New Update
আজ প্রথম বনাম শেষের লড়াই

নিজস্ব সংবাদদাতাঃ  রীতিমতো জমে গিয়েছে এবারের আইপিএল। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফের ছাড়পত্র পায়নি। জনপ্রিয় এই কুড়ি-বিশের ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা গুজরাট টাইটানস প্লে-অফে খেলার প্রথম দাবিদার। কারণ, ইতিমধ্যে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে বসে রয়েছে তারা। গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে না হারলে প্রথম দল হিসেবে প্লে-অফের ছাড়পত্রটা পেয়ে যেত হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। কিন্তু সেই ম্যাচ পকেটে পুরতে না পারায় অপেক্ষা বেড়েছে মিলার, তেওয়াতিয়াদের। তবে প্লে-অফের ছাড়পত্রটা তারা কার্যত পেয়ে গিয়েছে বললেই চলে। শুক্রবার সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ হল মুম্বই ইন্ডিয়ান্স। যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নীচে অবস্থান করছে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। এখন তাদের লক্ষ্য হল বাকি ম্যাচগুলো জিতে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করা। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়নদের এখন আর নতুন করে হারানোর কিছু নেই। তাই ওপরের দিকে এবং প্লে-অফের দৌড়ে থাকা দলগুলোকে হারিয়ে লড়াই জমিয়ে দেওয়াই হল নীতা আম্বানির দলের প্রধান টার্গেট। আর আজ পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া হার্দিক।