New Update
/anm-bengali/media/post_banners/f9JZrVeVKOnSxhcKDykh.jpg)
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ আসানসোলের কুলটি থানার নিয়মতপুর ফাঁড়ির অন্তর্গত স্টেশনরোডের ওপর অবস্থিত এফসিআই গোডাউনে আগুন লাগার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের ফলে গমের বস্তায় আগুন লাগে। তবে শ্রমিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত গোডাউনটি খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় নিয়মতপুর ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। তবে এই এফসিআই গোদামের অগ্নিনির্বাপন সিলিন্ডার গুলো অকেজো হয়ে রয়েছে বলে অভিযোগ শর্মিকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us