New Update
/anm-bengali/media/post_banners/VoUP5pWccxmg2uYicp0l.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক, বাসের মধ্যে থেকে উদ্ধার হল এক চালকের ঝুলন্ত দেহ। লকডাউনের জেরে দীর্ঘদিন হয়ে গেল পথে নামেনি বাস। ফলে জীবন কাটানো দুঃসহ হয়ে উঠছে বাস পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। কোনওরকমে দিন কাটছিল মৃত রণজিৎ দাসের।
সহকর্মীরা জানান, মাঝেমধ্যেই রঞ্জিত বলতেন ‘সংসার চলছে না।’ বিধানসভা নির্বাচনের সময় বাস দেওয়া হয়েছিল। সেই টাকাও এখনও বাকি। বুধবার রাতে কাজ সেরে আর বাড়ি ফেরেননি। সকালে সহকর্মীরাই বাসের মধ্যে তাঁর দেহ দেখতে পান। এরপর আজ সকালে ঢাকুরিয়া-হাওড়া ৩৭ নম্বর রুটের একটি বাসে ওই চালকের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। আজ থেকে রাস্তায় নামার কথা ছিল ওই রুটের বেশ কয়েকটি বাসের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us