New Update
/anm-bengali/media/post_banners/gXndNnxiBrmj7yyCZcXd.jpg)
নিজস্ব প্রতিনিধি -পরিচালক রণ রাজের পরিচালিত ছবি 'পরিচয় গুপ্ত'র চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে এসেছে।ছবির নামেই রয়েছে এক ভিন্ন চমক মানে চরিত্রের পরিচয় এখানে গুপ্ত রয়েছে।ছবিটিতে এক অন্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।১৯৯০ সালের প্রাক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে, এক জমিদার ও তার বন্ধুর গল্প ফুটে উঠবে এই ছবিতে।মুলত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক।সেই সঙ্গে ছবিতে দেখা যাবে একঝাঁক তারকাদের।তাদের মধ্যে নজর কাড়বেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত ও অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।এই ছবিতে জয় সেনগুপ্তকে অর্ধনারী রূপে দেখা যাবে।
​
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us