নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার কার্নাল থেকে গ্রেফেতার করা হল ৪ খালিস্তানি জঙ্গিকে। বৃহস্পতিবার সকালে কার্নাল থেকে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গুরপ্রীত, আমনদীপ, পারমিন্দর, ভূপিন্দর। যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ৩ জন পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা। বাকি একজন লুধিয়ানার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে পিস্তল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের ফিরোজপুরে ওই ৪ জনের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছিল। গোপণ সূত্রে খবর পেয়েই ওই ৪ খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয়। কার্নাল পুলিশের তরফে ওই ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।