‘রানওয়ে ৩৪’ নিয়ে ক্ষুব্ধ বিমানচালক সংগঠন

author-image
Harmeet
New Update
‘রানওয়ে ৩৪’ নিয়ে ক্ষুব্ধ বিমানচালক সংগঠন

নিজস্ব সংবাদদাতাঃ এবার বিতর্কে নাম জড়াল অজয়ের দেবগণের ছবি  ‘রানওয়ে ৩৪’।  মঙ্গলবার ভারতের বিমানচালক সংগঠনের তরফে এই ছবি নিয়ে আপত্তি জানানো হয়। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের  সচিব ক্যাপ্টেন সিএস রান্ধাওয়া একটি বিবৃতি জারি করে এই ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, ছবিতে বিমানচালকের চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে তা একেবারে অবাস্তব।