New Update
/anm-bengali/media/post_banners/Z7Qik7ZfGV9juRCBgLp5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য রমজান মাস কেটেছে। তবে এই পবিত্র মাসেও পাকিস্তানের করাচি অপরাধে শীর্ষ স্থান দখল করেছে। করাচিতে দুষ্কৃতিদের তাণ্ডব অনেকটাই বৃদ্ধি পেয়েছে রমজান মাসে। ৩৬০০ টির মত রাস্তার অপরাধের সাক্ষী হয়েছে করাচি। এছাড়াও প্রাণ হারিয়েছেন ৭ জন ব্যক্তি। এছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, রমজানের সময় ১৮০০ টিরও বেশি মোবাইল ফোন এবং ১২১ টি চারচাকা গাড়ি চুরি হয়েছে পাকিস্তানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us