New Update
/anm-bengali/media/post_banners/eGOPd4lfy6MU0GHEjzxs.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ চুরি করতে এসে পাবলিকের হাতে গনধোলাই খেলো চোর। পরে চোরকে তুলে দেওয়া হোলো পুলিশের হাতে।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের মাড়তলা বাজার এলাকায়।বুধবার রাত সাড়ে ১১ টা নাগাত এক সন্ধেহ ভাজন যুবককে এক মোবাইল দোকানের ওপর দেখতে পায় স্থানীয় এক ব্যাক্তি। স্থানীয় ব্যাক্তির শোরগোলে ওই যুবক একটি ঝোঁপের দিকে পালিয়ে যায়।পরে এলাকার স্থানীয় মানুষ জন জমায়েত হয় এবং এই যুবককে ধরে ফেলে।দেওয়া হয় গনধোলাই।পরে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ আসতে ওই চোরকে তুলে দেওয়া হয় ডেবরা থানায় পুলিশের হাতে। ওই চোরের নাম আগে থেকেই থানায় অভিযোগ ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us