/anm-bengali/media/post_banners/hDkKB1ZWgjDJ6Xt2wSaM.jpg)
রানীগঞ্জ, নিজস্ব প্রতিনিধিঃ রানীগঞ্জে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নুপুর আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে জলের সমস্যা। ভোট আসে ভোট যায় , কিন্তু প্রতিশ্রুতি পাঁয়তারা। বারবার রাস্তা অবরোধ করেও মেলানি জল। পঞ্চায়েত মেম্বারকে জানানো হলেও কোনও কাজ হয়না বলেই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামে ৪ টি মাত্র টিউব কল রয়েছে। বর্তমানে সেগুলোও খারাপ হয়ে রয়েছে। সেই কারণেই বুধবার ১১ টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রাস্তার মাঝে খালি কলসি, বালটি রেখে রাস্তা গার্ড করে রাখে তারা। দীর্ঘ সময় কাটার পর ঘটনাস্থলে আসে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল। সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তবে অবশেষে জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। গ্রামবাসীদের দাবি এর আগেও জলের ব্যবস্থা করে দেওয়া হবে বলে কথা দেওয়া হয়েছিল। কিন্তু কার্যত তা বাস্তবায়ন হয়নি। এবারেও যদি কথা না রাখা হয় আরও বড় আন্দোলন করবেন বলে জানিয়েছেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us