​নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ সড়ক দুর্ঘটনায় আহত হল তিনজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর গান্ধী মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। জানা গিয়েছে আসানসোলগামী সার্ভিস রোডে একটি ইট বোঝাই ট্রাক্টর-এর পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় ইট বোঝাই ট্রাক্টর রাস্তার উপরে উল্টে যায়। ট্রাক্টর-এর চালক ও খালাসী প্রাণে বেঁচে গেলেও অল্পবিস্তর আহত হন। গুরুতর আহত হয় লরি চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত লরি চালক ও ট্রাক্টর এর চালক ও খালাসীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী সার্ভিস রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি এবং ট্রাক্টরটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।