নিজস্ব সংবাদদাতাঃ সঙ্গী কিংবা সঙ্গিনীর ক্রমাগত প্রশংসা করুন৷ কাউকে কখনও জোর করবেন না ৷ তাহলে সেক্সের প্রতি আপনার অনীহা এসে যেতে পারে৷ পাশাপাশি আপনার বেডরুমে টেকনিকাল জিনিস যত পারবেন সরিয়ে রাখুন৷ কারণ টেকনলজি আপনার বেডরুমে সেক্স কিলার হয়ে উঠতে পারে৷ তাই যতটা সম্ভব পারবেন ল্যাপটপ এবং মোবাইল নিজেদের থেকে দূরে রাখবেন৷