নিজস্ব সংবাদদাতাঃ কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল পড়ে আহত হয়েছিলেন একজন। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার তার মৃত্যু হল। এদিন কেশিয়াড়ির গোপালীর বাসিন্দা চামটু নায়েকের মৃত্যু হয়। গত ৩০ এপ্রিল বিকেলে গোপালী হাটের কাছে হঠাৎই কালবৈশাখী ঝড়ে চামটু নায়েকের ওপর একটি গাছের ডাল পড়ে যায়। আহত হয়েছিলেন তিনি। মেদিনীপুরে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে হাটে ঘুরে শুটকি মাছের ব্যবসা করতেন তিনি।