New Update
/anm-bengali/media/post_banners/V5V1m4JLhIE4W9ueSYr4.jpg)
নিজস্ব প্রতিনিধি -দুর্ঘটনাগ্রস্ত ত্রিপুরার এডিসির (ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ)চেয়ারম্যান জগদীশ দেববর্মার গাড়ি।তিনি ত্রিপুরার খুমলুঙু থেকে কাঞ্চনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আর তখনই ঘটে এই ঘটনা।ত্রিপুরার পাহাড়ি এলাকা বড়মুড়ার কাছে এই দুর্ঘটনাটি হয়।উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি ঘটে সংঘর্ষ।সুত্রের খবর অনুযায়ী জানা গেছে,ঘটনায় ৫ জন আহত হয়েছেন।তবে জগদীশ দেববর্মার আঘাতের কোন খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us