New Update
/anm-bengali/media/post_banners/STFz42x4HOUyY3FYDfVR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল দুর্ধর্ষ খেলে কেকেআরকে জিতিয়েছেন রিঙ্কু সিং। ২০১৮ সাল থেকে তিনি কেকেআর-এর হয়ে খেলছেন। গতকাল ম্যাচ শেষে শ্রেয়স বলেন, "যে ভাবে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে রিঙ্কু মাথা ঠান্ডা রেখে খেলল সেটা অসাধারণ। কলকাতার ভবিষ্যতের সম্পদ হতে চলেছে ও। যে ভাবে রিঙ্কু শুরু করছে তাতে দেখে মনেই হচ্ছে না ও দলে সবে এসেছে।” এ বারের আইপিএলে তৃতীয় ম্যাচ খেললেও কলকাতার হয়ে পাঁচ বছরে ১৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us