New Update
/anm-bengali/media/post_banners/18PXuOvPqYQz8xVZlyX8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ক্যাম্প নৌ-এ মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও মালোরকা। ম্যাচের ২৫ মিনিটের মাথায় বার্সেলোনার ডিপে প্রথম গোল করে। আবারও ম্যাচের ৫৪ মিনিটের মাথায় গিয়ে বার্সেলোনার বাস্কয়েটস-এর তরফ থেকে আরও একটা গোল আসে। ম্যাচের একেবারে শেষপ্রান্তে ৭৯ মিনিটের মাথায় মালোরকার রেইলো একটি গোল করলেও ম্যাচের জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us