New Update
/anm-bengali/media/post_banners/9fPcL71oceTu5nXFCTXt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শাহরুখ-কাজল জুটি সব সময়ে হিট। ফের একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন এই জুটি।
শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবার নাকি বহু প্রতীক্ষিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে এই শাহরুখ কাজল জুটিকে। ছবিটিতে মূল নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর সিং।সুত্রের খবর , শাহরুখ কাজলকেও নাকি একটি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে এই ছবিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us