নিজস্ব সংবাদদাতা : ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ 'কমলা দেবী' -র উদ্বোধন হল টিটাগড়ে। উদ্বোধন করেন মহাপরিচালক বীরেন্দ্র সিং পাঠানিয়ার স্ত্রী নীলা পাঠানিয়া। এই 'দ্রুত প্যাট্রোল ভেসেল'-এর সম্পূর্ণ নকশাটি জিআরএসই শিপইয়ার্ড দ্বারা অভ্যন্তরীণভাবে তৈরি করা হয়েছে। নীলা পাঠানিয়া করোনা পরিস্থিতির মধ্যে শিপইয়ার্ডকে ৯ মাসের মধ্যে লঞ্চের জন্য প্রস্তুত করার জন্য শিপইয়ার্ডের প্রশংসা করেন।