New Update
/anm-bengali/media/post_banners/x2mtOhFr4WOlwAgz4E0D.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল লখনৌয়ের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমেছিল ঋষভ পন্থ ও মিচেল মার্স। তবে মাঠে নেমে ২০ বলে ৩৭ রান করেই কৃষ্ণাপ্পার বলেই মাঠ ছাড়া হন মিচেল। তার ব্যাটে বল লাগেনি তবুও তাঁকে আউট দেওয়া হয়। রিপ্লেতে দেখা যায় তার ব্যাটে বলের কোনও আওয়াজই হয়নি। মিশেলের এমন খেলার সিদ্ধান্ত নেওয়ায় বেশ রেগে গিয়েছে ক্যাপিটাল প্রেমীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us