New Update
/anm-bengali/media/post_banners/6wW4SIoB5pvjOaFHa9k2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকালই হায়াদ্রাবাদকে হারিয়েছে ধোনির দল চেন্নাই। তবে অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর ও ম্যাচ জিতে ধোনি জাদেজা সম্পর্কে বলেন, "জাডেজার খেলা খারাপ হচ্ছিল। ওর মাথায় সারা ক্ষণ অধিনায়কত্ব ঘুরছিল। তার প্রভাব খেলায় পড়ছিল। অধিনায়ক জাডেজার থেকে ব্যাটার, বোলার ও ফিল্ডার জাডেজার সিএসকেকে দরকার। তাই আমি ফের দায়িত্ব নিয়েছি। কারণ এই তিন ক্ষেত্রে জাডেজা নিজের সেরাটা দিতে পারলে সেটা আমাদের অনেক বেশি উপকারে লাগবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us