সৌমিত্রর পর শুভেন্দুকে খোঁচা রাজীবের

author-image
Harmeet
New Update
সৌমিত্রর পর শুভেন্দুকে খোঁচা রাজীবের

​নিজস্ব সংবাদদাতাঃ মোদী মন্ত্রিসভায় রদবদলের দিন বড়সড় বিড়ম্বনায় রাজ্য বিজেপি। বুধবার দুপুরেই যুব মোর্চার রাজ্য সভাপতি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ। ফেসবুকে তাঁর ইস্তফার কারণ ব্যক্ত করে শুভেন্দু-দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করেন বিষ্ণুপুরের সাংসদ। সেই রেশ মেলানোর আগেই এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব অপর এক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করতে শুভেন্দু অধিকারীকে পরামর্শ দেন ডোমজুড়ের এই বিজেপি প্রার্থী। তাহলে কী কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই না পেয়েই এই সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ সৌমিত্র। কিন্তু বিগত কয়েক মাস ধরেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর মতানৈক্যের প্রবল আকার ধারণ করেছে। যা গোটা রাজ্য বিজেপির কাছেই চরম অস্বস্তির। ইতিমধ্যেই কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেছেন, ‘গোটা বিজেপিটাই তো এখন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর চালাচ্ছে।’ ফলে নেতৃত্বের সঙ্গে সংঘাতও সোমিত্রের যুব সভাপতির দায়িত্ব ছাড়ার অন্যতম কারণ।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9545


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm