তামিলনাড়ু রুরাল ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির সুযোগ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তামিলনাড়ু রুরাল ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের রুরাল ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ চলছে। মোট শূন্যপদ ৯৩ টি। সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে। তবে হাতে রয়েছে আর মাত্র ২ দিন।
বয়স- ৩২ বছর।
বেতন- ৩৭,৭০০ থেকে ১,৩৮,৫০০ টাকা।
আবেদনের জন্য তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের ওয়েব সাইট ভিসিট করুন ( https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== )। আবেদনের শেষ তারিখ ৩.০৫.২০২২।