New Update
/anm-bengali/media/post_banners/oSDoMUxbLcb9budcKQu2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হল বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, রবিবার তৃণমূল সরকারের একাদশ তম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপি হোর্ডিং পড়ল। ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি বলে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক গেরুয়া শিবিরের। এই হোর্ডিংগুলি পড়েছে সেন্ট্রাল এভিনিউ, গণেশচন্দ্র এভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজারে। এদিকে হারের লজ্জা ঢাকতে অপপ্রচার করছে বিজেপি বলে খোঁচা দিল তৃণমূল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us