New Update
/anm-bengali/media/post_banners/dCHfS9QM4mhYCSUtmBGi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেশ অনেক দিন হয়ে গেল বিরাট কোহলির ব্যাট থেকে বড় রান বিদায় নিয়েছে। অনেকে এই বিষয়টিকে অর্জুন-এর গান্ডিব ত্যাগের সঙ্গে তুলনা করেছে। এবারে বিরাটের বিশ্রাম নিয়ে মন্তব্য করলেন আকাশ চোপড়া। তিনি বলেন, "বিরাট বিশ্রাম পাচ্ছেন না এমনটা নয়। স্পষ্টতই তিনি টানা ৩-৪ মাস খেলেছেন। কিন্তু সাম্প্রতিক তিনি বড় ফরম্যাটের কিছু ম্যাচ এড়িয়েও গিয়েছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us