New Update
/anm-bengali/media/post_banners/DbchJ4032gcaogZS2Tpi.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারকে সতর্ক করল শিবসেনা (হিন্দুস্তান)। সংগঠনের সভাপতি বলছেন,'পাঞ্জাবের হিন্দুরা প্রতিবাদ করতে প্রস্তুত'। পাঞ্জাবের পাতিয়ালায় 'খালিস্তান-বিরোধী মার্চ' নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর, শিবসেনা (হিন্দুস্তান) রাজ্য সরকারকে সতর্ক করেছে। শনিবার সকালে কালী মন্দিরের বাইরে একটি বিক্ষোভের আয়োজন করে শিবসেনা (হিন্দুস্তান)। সেখানে সংগঠন সভাপতি বলেন যে পাঞ্জাবের হিন্দুরা প্রতিবাদ করতে প্রস্তুত এবং এখানে জড়ো হওয়া মানুষের সংখ্যার ভিত্তিতে রাজ্য প্রশাসনের আমাদের অবমূল্যায়ন করা উচিত নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us